আজ বিকেলে হতে পারে বৃষ্টি
স্টাফ রিপোর্টারঃ ক’দিন ধরে আকাশে সারি সারি মেঘের ভেলা জড়ো হলেও বর্ষণ নেই ঢাকায়।
এগরমে বাতাস থাকলেও নগরবাসীর বৃষ্টির প্রতীক্ষা যেন বাড়িয়েই চলেছে প্রকৃতি।
এই প্রতীক্ষার ইতি টানতে পারছিলো না আবহাওয়া দফতরও।
তবে রোববার তারা পূর্বাভাস দিয়েছে বৃষ্টির। আজ বিকেলে মেঘ হতে পারে। সেক্ষেত্রে নামতে পারে স্বস্তির বৃষ্টিও।
যদিও শুক্রবার থেকেই মেঘ নামার আভাস দিয়ে আসছিলো তারা। কিন্তু দু’দিনেও মেঘের কোনো বর্ষণ দেখা যায়নি। কেবল শনিবারে খানিক গর্জন ও বিদুৎ চমকানো দেখতে হয়েছে নগরবাসীকে।
বিকেলে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, রোববার বিকেলের দিকে ঢাকায় বৃষ্টি নামতে পারে।
গতকাল রাত ৯টার দিকে হালকা বৃষ্টি হয়েছে গাজীপুর থেকে উত্তরা এলাকায়। আগারগাঁও এলাকায়ও তার ছিটেফোঁটা ছিলো।
তিনি জানান, বৃষ্টি হলেও তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। ঢাকার বাইরে বেশি বৃষ্টি হতে পারে সিলেটেও।
তবে সেখানে তাপমাত্রা খানিকটা কমে যাবে।
একইসঙ্গে চট্টগাম ও রাজশাহীর কিছু অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অপরিবর্তিত থাকবে খুলনা ও রাজশাহীর তাপমাত্রা।