ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের চালক ও সুপারভাইজার আটক
স্টাফ রিপোর্টারঃ রাজধানীর উত্তরায় সংগীতশিল্পী পারভেজ রবকে চাপা দেওয়া ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের বাসটি দুর্ঘটনার সময় চালকের পরিবর্তে চালাচ্ছিলেন সুপারভাইজার আকতার হোসেন।
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে শুক্রবার রাতে ওই বাসের চালক সুমন এবং শরীয়তপুরের নড়িয়া থেকে সুপারভাইজার আকতার হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
পরে শনিবার বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবি (উত্তর) উপকমিশনার মশিউর রহমান। তিনি সমকালকে বলেন, দুর্ঘটনার দিন সকাল ১০টার দিকে সুমন ও আকতার বাসটি নিয়ে বের হন।
মশিউর রহমান বলেন, যখন পারভেজ রবকে চাপা দেওয়া হয় তখন বাসটি চালাচ্ছিলেন সুপারভাইজার আকতার। আর চালকের পাশের আসনে বসে ছিলেন সুমন।
গত ৫ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে তুরাগ থানা এলাকার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের সামনের প্রধান সড়কে বাসচাপায় নিহত হন সংগীতশিল্পী পারভেজ রব। প্রখ্যাত কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক আপেল মাহমুদের চাচাতো ভাই তিনি।
ওই দুর্ঘটনার দুইদিনের মাথায় বাবার কুলখানির খাবার কিনতে গিয়ে আবারও একই পরিবহনের অন্য একটি বাসের ধাক্কা ও চাপায় গুরুতর আহত হন পারভেজ রবের ছেলে ইয়াসির আলভী রব। একই দুর্ঘটনায় নিহত হন ইয়াসিরের বন্ধু মেহেদী হাসান ছোটন (২০)।