সব

জি কে গুলশান থানায়, ফিরোজ ১০দিনের রিমান্ডে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 21st September 2019at 5:50 pm
45 Views

আমারবাংলা ডেস্কঃ যুবলীগ নেতা জি কে শামীমের বিরুদ্ধে তিনটি মামলা দিয়ে তাকে গুলশান থানায় হস্তান্তর করেছে র‌্যাব ১। আজ শনিবার বিকেল তিনটার দিকে জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে গুলশান থানায় নিয়ে যান র‌্যাব সদস্যরা। সেখানে তারা থানা হাজতে আছেন। এ বিষয়ে গুলশান থানার ওসি কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, র‌্যাব তিনটি অভিযোগ দিয়েছে। এর একটি মাদক আইনে, একটি মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এবং আরেকটি অস্ত্র আইনে।

এসব মামলার আসামি হিসেবে জি কে শামীমসহ আটজনকে রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

অন্য দিগে কলাবাগান ক্রীড়াচক্র ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য ২০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। ধানমন্ডি থানায় তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনের পৃথক দুটি মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে আদালতে।

আজ শনিবার বেলা ১২টার দিকে ফিরোজকে নিয়ে আদালতে রওনা হয় পুলিশ। আদালতে রিমান্ড আবেদন করার পর আজ বেলা তিনটার দিকে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তারের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আজ সকালেই ফিরোজের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ধানমন্ডি থানায় দুটি মামলা দায়ের করেছে র‌্যাব।


সর্বশেষ খবর