তল্লাশি করলে বড় কালো বিড়াল বেরিয়ে আসবেঃ মোশাররফ
অনলাইন ডেস্কঃ ক্ষমতাসীন দলের বড় নেতাদের বাসা তল্লাশি করলে বড় দুর্নীতির থলের কালো বিড়াল বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আজ শনিবার দুপুরে দলের কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে এই মানববন্ধন হয়।
বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘সম্প্রতি আপনারা দেখেছেন, আওয়ামী লীগ, যুব লীগের নেতারা কীভাবে এই ঢাকা শহরে অবৈধভাবে অনৈতিকভাবে ক্যাসিনো চালাচ্ছে, কীভাবে লুট করেছে, চাঁদাবাজী করেছে? একজন যুবলীগের সামান্য নেতার বাড়িতে আজকে ১৭৫ কোটির মতো এফডিআর পাওয়া যায়, বৈদেশিক মুদ্রা ডলারের বস্তা পাওয়া যায়, ১৮০ কোটি টাকা ক্যাশ পাওয়া যায়। তাহলে আপনারা বুঝতে পারেন, তাদের চেয়ে একটু বড় নেতারা কত কামাই করছেন, তারা কী পরিমাণ চাঁদাবাজি করছেন?
খন্দকার মোশাররফ বলেন, ‘ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে ৮৬ কোটি টাকা চাঁদাবাজির দায়ে বহিষ্কার করা হয়েছে। আমরা ধারণা করতে পারি, তাদের (ক্ষমতাসীন দল) ওপরের দিকের নেতাদের এর থেকে বড় বড় দুর্নীতি আছে। তাদের বাড়িতে তল্লাশি করা হলে এদের থেকেও বেশি সম্পদ যারা এভাবে লুট করেছে তা ধরা পড়বে। আমরা বলতে চাই, এই অনৈতিক ও অস্বাভাবিক সরকারের থলের ভেতর থেকে কালো বেড়াল আস্তে আস্তে বের হওয়া শুরু হয়েছে, আরও বের হবে।’