তদন্তে নির্দোষ হলে মুক্তিঃ আইনমন্ত্রী
স্টাফ রিপোর্টারঃ গ্রেপ্তার সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তাধীন রয়েছে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তিনি মুক্তি পাবেন।
রোববার বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি কর্মশালা উদ্বোধনের পর মন্ত্রী সাংবাদিকদের বলেন, “তাকে একটা সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং সেই মামলা এখন তদন্তাধীন আছে।
“তদন্ত হবে।যদি তিনি নির্দোষ থাকেন, তাহলে তিনি মুক্তি পাবেন।”
শনিবার সকালে রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে ধরে নিয়ে যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চক্রান্তের মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।