সব

ক্রাউন সিমেন্ট রেডিমিক্স এর গাড়ী সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 18th April 2016at 12:04 am
56 Views

33মো হৃদয় খানঃ মিরপুর-ধউর বেড়ি বাঁধের রূপনগর থানাধীন রুস্তমপুরে বাস ও ক্রাউন সিমেন্ট রেডিমিক্স এর গাড়ী মুখোমুখি সংঘর্ষ।

১৭ এপ্রিল (রবিবার) বিকেল ৫টা ১৫ মিনিটে মিরপুর থেকে ছেড়ে আসা আব্দুল্লাহ্ পুর গামী তেতুলিয়া পরিবহনের বাস ঢাকা মেট্রো ব – ১১-৮২৮৩ ও আশুলিয়ার দিক থেকে কারখানায় অাশার পথে ক্রাউন সিমেন্ট এর রেডিমিক্স এর মিক্সার ট্রাক ঢাকা মেট্রো শ -১৩-০১০১ মুখোমুখি সংঘর্ষে আহত ৫ জন ১ জনের অবস্থা আশংকাজনক খবর পাউয়া গেছে।

তেতুলিয়া পরিবহনের চালক ইউসুফ কে গুরতর আহত অবস্থায় তুরাগ থানার এস আই নজরুল ইসলাম ইষ্ট ওয়েষ্ট হাসপাতালে নিয়ে যান। ক্রাউন রেডিমিক্স এর মিক্সার ট্রাকের চালক ফিরোজ আহত অবস্থায় পালিয়ে যায়। যানা যায় মোহাম্মদ পুর থেকে ২০/২৫ জন যাত্রী নিয়ে অাব্দুল্লাহ্ পুর যাচ্ছিল তেতুলিয়া পরিবহনের বাসটি। বাসের ৩ জন যাত্রী আহত হলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেয়া হয়। রূপনগর থানার এস আই সালমান হাসান ও এ এস আই দেবাশিষ তুলি বিডি নিউজকে জানান গাড়ী দুটি থানায় নিয়ে যাওয়া হবে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


সর্বশেষ খবর