উত্তরার আকাশ প্লাজায় ৪নং বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মো মোশারফ মিয়াঃ রাজধানীর উত্তরা পশ্চিম থানার অধিনস্ত আকাশ প্লাজায় অনুষ্ঠিত হল ৪নং বিটের বিট পুলিশিং উঠান বৈঠক।
রবিবার বিকাল ৫.৩০ মিনিটে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন-উত্তরা পশিম থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রাজ্জাক ,এস আই সুমন, এস আই মামুন, সহ-আকাশ প্লাজার দায়িত্বরত ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম, সুপারভাইজার মোঃ অপু প্রমুখ। এছাড়া উঠান বৈঠকে উপস্থিত ছিলেন আমার বাংলা২৪.কম.বিডি এর বার্তা সম্পাদক মোঃ শাহজালাল (জুয়েল) সহ আকাশ প্লাজার সকল ব্যাবসা-প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগন।
এ সময় উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত)মোঃ রাজ্জাক-সকলকে বিট পুলিশের বিভিন্য কার্যক্রম সম্পর্কে অবিহিত করেন। বিট পুলিশিং কি? কিভাবে এই বিট পুলিশিং সৃষ্টি হল? তিনি বলেন -উত্তরা পশ্চিম থানাকে মোট ৯ টি বিটে ভাগ করা হয়েছে এবং ৯ নং সেক্টরের ৪ নং বিটে -এস আই সুমন ও এস আই মামুন দায়িত্ব পালন করছে, তাদের ফোন নং সবাই লিখে রাখুন যে কোন সমস্যায় সাথে সাথে যোগাযোগ করুন। তিনি আরোও বলেন- বাড়ীওয়ালাদের কাছে ভারাটিয়াদের তথ্য হাল নাগাদের যে ফর্ম দেয়া হয়েছে ঠিক তেমন করে সকল ব্যাবসা-প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগন আরেকটি ফর্ম ফিলাপ করে থানায় জমা দিতে হবে। এ ছাড়া বৈঠকে সকল কর্মকর্তা-কর্মচারীগন বিভিন্য প্রশ্নের উত্তর দেন- উত্তরা পশিম থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ রাজ্জাক।