সব

ওসিসহ ৫ জনের বিরুদ্ধে গণধর্ষণ মামলার আবেদন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 22nd September 2019at 1:24 pm
49 Views

আমারবাংলা ডেস্কঃ খুলনা জিআরপি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি পাঠানসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে গণধর্ষণ মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে গণধর্ষণের শিকার ওই নারী খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ আবেদন করেন। দুপুরে এ আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মমিনুল ইসলাম ।

এর আগে গণধর্ষণের শিকার ওই নারী আদালতের নির্দেশে গত ১০ আগস্ট রাতে বাদি হয়ে জিআরপি থানায় পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন।

উল্লেখ্য,গত ২ আগস্ট রাতে তিন সন্তানের মা এক নারীকে জিআরপি থানার মধ্যে ওসিসহ ৫ পুলিশ সদস্য গণধর্ষণ ও মারধর করে বলে ওই নারী আদালতে অভিযোগ করেন। গত ৩ আগস্ট আদালত তার জবানবন্দি গ্রহণ করে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশে ৫ আগস্ট তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।

এ ঘটনায় গত ৭ আগস্ট খুলনা রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি পাঠানসহ এস আই নাজমুল হককে ক্লোজড করা হয়।


সর্বশেষ খবর