সব

শাহরুখের দিন কি ফুরাল?

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 23rd September 2019at 9:45 am
24 Views

বিনোদন ডেস্কঃ একসময় তিনিই ছিলেন স্টারডমের শিখরে। তার সিনেমা মানেই দর্শকের ভিড়ে প্রেক্ষাগৃহ যেন ভেঙে পড়ত। অথচ সেই শাহরুখ খান এখন মুদ্রার অপর পিঠ দেখছেন। বলিউডের অন্য দুই ‘খান’ যখন দাপট দেখিয়ে যাচ্ছেন, তখন বলিউড কিংয়ের বেশ কয়েকটি সিনেমা আশানুরূপ পারফর্ম করেনি। কিন্তু এতে তার সুপারস্টারডম কমে গেছে বলে মনে করেন না করণ জোহর। এক অনুষ্ঠানে শাহরুখের সম্পর্কে এসব বলেন এই বিখ্যাত পরিচালক।

শাহরুখের সঙ্গে করণের বন্ধুত্বের কথা কারোর অজানা নয়। বলিউডের সব থেকে সুপুরুষ অভিনেতা কে? এ প্রশ্নের জবাবে এক কথায় শাহরুখের নাম বলেন করণ। তিনি বলেন, ‘শাহরুখ একজন অসাধারণ অভিনেতা ও মেগাস্টার।’ আর ঠিক সেই কারণেই শাহরুখের সাম্প্রতিক সিনেমাগুলি ভাল ব্যবসা না করা নিয়ে ভাবতে নারাজ করণ।

তিনি আরও বলেন, ‘তার (শাহরুখ) সুপারস্টারডমের দিকটি ভুললে চলবে না। শাহরুখের মধ্যে একটা রাজকীয় ব্যাপার আছে। জনপ্রিয় তারকা হিসাবে কারও কথা ভাবা হলেই মাথায় আসে শাহরুখের নাম। এটা তার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না।’

বেশ কিছুদিন হলো বড় পর্দা থেকে দূরে আছেন কিং খান। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে করণ বলেন, ‘নিজেকে বুঝতে ও নতুন করে গড়তে শাহরুখ এক বছরের জন্য ছুটি নিয়েছেন। এরপর সে নতুন সিনেমা নিয়ে কাজ শুরু করলেই নিঃসন্দেহে সেটাই বলিউডের আলোচনার মূল বিষয় হয়ে উঠবে। একটু খারাপ সময় এলেই শাহরুখের কৃতিত্বকে খাটো করে দেখা যায় না। তাকে উড়িয়ে দেওয়া যায় না।’


সর্বশেষ খবর