সব

সৌদি ক্রাউন প্রিন্সের প্রাইভেট জেটে যুক্তরাষ্ট্র গেলেন ইমরান

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 23rd September 2019at 9:47 am
38 Views

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের পাঠানো বিশেষ বিমানে যুক্তরাষ্ট্র পৌঁছালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জানা গেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় যোগ দিতে যুক্তরাষ্ট্র যাওয়ার জন্য ইমরানকে বাণিজ্যিক বিমান ধরতে নিষেধ করেছিলেন সালমান।

তিনি ইমরানকে বলেছেন, আপনি আমাদের বিশেষ অতিথি। আপনি আমার বিশেষ বিমানে চড়ে যুক্তরাষ্ট্র যাবেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সাংবাদিকদের বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খান যুক্তরাষ্ট্র পৌঁছেছেন। কাশ্মীরে কী হচ্ছে, আগামী সাতদিনের সফরে সেটা বিশ্বকে জানানোই তার মূল লক্ষ্য।

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে দেই দিনের সফরে সৌদি আরব গিয়েছিলেন ইমরান খান। কাশ্মীর নিয়ে মুসলিম রাষ্ট্রগুলোর সমর্থন পেতে তার ওই সফর। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠকও করেন ইমরান খান। কাশ্মীর ছাড়াও বাণিজ্য, বিনিয়োগ ও আর্থিক সম্পর্ক নিয়ে কথা হয় তাদের মধ্যে।


সর্বশেষ খবর