বাংলাদেশ সফর স্থগিত করল অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্কঃ এটি নতুন নয়। এর আগেও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বাংলাদেশ সফরে দল পাঠাতে গড়িমসি করেছিল। এবারও ঐ রকমই কিছু আঁচ করা যাচ্ছে। পেছালো অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর।
অক্টোবরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে অজিদের বাংলাদেশে সফরে আসার কথা থাকলেও এই বছর আসছে না অজিরা। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান সংবাদমাধ্যমকে জানান, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে (অক্টেবরে) আসছে না অস্ট্রেলিয়া। সিরিজটি হবে আগামী বছর (২০২০ সালে) টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে।
শুধু এই সিরিজই নয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেব্রুয়ারিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ হওয়ার কথা ছিল সেটিও পিছিয়ে যাচ্ছে। সিরিজটি অনুষ্ঠিত হবে আগামী বছরের জুন-জুলাইয়ে।
উল্লেখ্য, এর আগে সবশেষ ২০১৭ সালে ২ টি টেস্ট খেলতে বাংলাদেশে আসে অজিরা। যেখানে প্রথম ম্যাচে অজিদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্টে দারুণ জয় পায় সাকিবরা। পরের ম্যাচ জিতে অবশ্য সমতায় শেষ হয় সিরিজ।