সব

প্রথম গানেই সমালোচিত মিমি চক্রবর্তী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 23rd September 2019at 7:34 pm
22 Views

বিনোদন ডেস্কঃ এই প্রথম প্রকাশ করলেন কলকাতার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী নিজের গাওয়া একক গান। গানটির শিরোনাম ‘আনজানা’।

রোববার (২২ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে চিত্রনায়িকা ও যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীর প্রথম একক গানটি। নিজের গাওয়া গানটির সঙ্গে বেশ জমিয়ে পারফর্ম করেছেন নায়িকা।

হিন্দি ও ইংরেজি সংমিশ্রণে এ গানটি গেয়েছেন মিমি। শুধু গান গাওয়াই নয়, বাবা যাদবের কোরিওগ্রাফিতে মিউজিক ভিডিওতে মডেলিংয়ে বাজিমাত করেছেন টালিগঞ্জের এ নায়িকা।

মিমি কিছুদিন আগেই নিজের ইউটিউব চ্যানেল লঞ্চ করেন। চ্যানেলের নাম দেন ‘মিমি চক্রবর্তী ক্রিয়েশন’।

নিজেই জানিয়েছিলেন এই ইউটিউব চ্যানেলেই তিনি নিজের গলায় গাওয়া গান প্রকাশ করবেন। যেই কথা, সেই কাজ। ২২ সেপ্টেম্বর ‘মিমি চক্রবর্তী ক্রিয়েশন’ ইউটিউব চ্যানেলে মুক্তি পেল মিমির গাওয়া গান আনজানা।

গানের কথা লিখেছেন রাজীব দত্ত, সুর দিয়েছেন ডাব্বু। আর মিউজিক ভিডিওটিতে কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব। ‘আনজানা’ গানের এই মিউজিক ভিডিওটি বিদেশে শ্যুট করেছেন মিমি।

সাংসদ ও অভিনেত্রী হিসেবে সবার মন জয় করে এবার নিজেকে গায়িকা হিসেবেও যে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন মিমি, তা আর বলার অপেক্ষা রাখে না।

পূজার আগে মুক্তি পাওয়া মিমির এ গানই এবার পূজামণ্ডপ মাতাবে- এমনটাই আশা মিমির ভক্তদের। তবে এটিই প্রথম নয়, এর আগে ‘মন জানে না’ ছবির জন্য ‘কেন যে তোকে’ গানটিও মিমি গেয়েছিলেন।


সর্বশেষ খবর