সব

গোপালগঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষ কোটি টাকার জিনিস গ্রহণ না করার অভিযোগ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 18th April 2016at 8:09 pm
30 Views

17গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ ২৫০ বেড বিশিষ্ট্য হাসপাতাল কর্তৃপক্ষ কোটি কোটি টাকার জরুরী জিনিসপত্র সরবরাহ পেলেও তা বিধি মোতাবেক না হওয়ায়  গ্রহণ করছে না ঠিকাদার প্রতিষ্ঠান বি.ট্রেড ফার্মের নিকট থেকে বলে জানা গেছে।

তবে ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে গ্রহণ না করলেও হাসপাতালের প্রশাসনিক শাখার এক অংশে সে সব জিনিসপত্র গুলি রাখতে
দিয়েছে।

এসবের মধ্যে রয়েছে কিডনী ডায়ালিসিস মেশিন, এম.আর.আই. মেশিন, সিটি স্ক্যান মেশিন, সিসিইউ বেড এবং শিশু অর্থ পেডিকস্ সহ গাইনী বিভাগের গুরুত্ব পূর্ণ জিনিসপত্র।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. চৌধুরী ফরিদুল ইসলাম জানিয়েছেন ২০১৩ সালের ১০ই অক্টোবর বি.ড্রেট ফার্ম নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে বিধি বর্হিভুত ভাবে প্রায় ৫০ কোটি টাকার মালামাল সরবরাহের কার্যাদেশ দেন তৎকালীন কর্মকর্তা যার স্মারক নং- ১৪৫০।

তারা সে সময় গোপনে এসব কাজ করেন।

ঠিকাদার প্রতিষ্ঠান যে মালামাল সরবরাহ করেছে তার সাথে গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালের কাগজার্দীর কোন মিল নেই। ২০১৩ সালে গোপালগঞ্জ সিভিল সার্ভন হিসেবে দায়িত্ব পালন করেন ডা. এস.এম. সিরাজুল ইসলাম। শুক্রবার গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালের প্রশাসনিক ভবনের এক অংশে কোটি কোটি টাকার মালামাল পরে থাকতে দেখা যায়।


সর্বশেষ খবর