সব

কোটালীপাড়া যুবক প্রতিবন্ধী পরিবারের উপর হালমা উল্টো মামলা দিয়ে পুলিশের হয়রানি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 18th April 2016at 8:13 pm
25 Views

19গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক যুবক প্রতিবন্ধীর পরিবারের উপর প্রতিনিয়ত তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মারপিট করে আসছে প্রতিবেশি আউয়াল শেখ।

সূত্র মতে জানা যায় কোটালীপাড়া উপজেলার পূর্ণবতী গ্রামের আউয়াল শেখ তার পাশের প্রতিবেশি প্রতিবন্ধী শহিদুল ইসলামের পরিবারের উপর প্রায়ই মারধরসহ গালিগালাজ করে আসছেন।

গত ০৮/০৪/২০১৬ ইং তারিখ শুক্রবার রাত ৮.০০ ঘটিকায় শহিদুল এর স্ত্রী, বাবা ও ফুফাকে আউয়াল ও তার লোকজন নিয়ে প্রচন্ড মারধর করে এবং ঘর দরজা ভেঙ্গে ফেলে।

এ ব্যাপারে শহিদুলের স্ত্রী মাফিজা বেগম বাদী হয়ে আউয়াল শেখসহ ১০ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করে।

একজন আসামীকে পুলিশ গ্রোফতার করে কোর্টে প্রেরণ করে। পরে সে জামিনে বের হয়ে আসে। প্রভাবশালী আসামীকে পুলিশ ধরছে না।

উল্টো প্রতিবন্ধী শহিদুল সহ ৯ জনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। যুবক প্রতিবন্ধী শহিদুল ইসলাম প্রতিবেদককে বলে যে আমার দুই ভাই ও আমার ফুফাতো ভাই ঢাকা থাকে তাদেরকেও আসামী করা হয়েছে।

এ ব্যাপারে দুই মামলার আইয়ু কোটালীপাড়া থানার এস.আই. মঞ্জের এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন ১৪ জনকে আসামী করা হয়েছিল ১১ জন জানিমে চলে এসেছে। ৩ জনকে গ্রেফতার করার জন্য অভিযান চালানো হচ্ছে।


সর্বশেষ খবর