তিন দেশে নতুন রাষ্ট্রদূত
স্টাফ রিপোর্টারঃ যুক্তরাজ্য, বেলজিয়াম ও শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত পরির্ব্তন করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইউএনবি জানিয়েছে, যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন কূটনীতিক ইসমত জাহান। তিনি কূটনীতিক মো. আবদুল হান্নানের স্থলাভিষিক্ত হচ্ছেন।
বর্তমানে ইসমত জাহান বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের দূত হিসেবে কর্মরত আছেন। এর আগে ইসমত জাহান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে কাজ করেছেন এবং নেদারল্যান্ডসে রাষ্ট্রদূত ছিলেন। এ ছাড়া ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কাজ করেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে এমএসএস ডিগ্রি অর্জন করেন।
বেলজিয়ামে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন কূটনীতিক মো. সাদাত হোসেন। বর্তমানে তিনি ইতালিতে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন। কূটনীতিক ইসমত জাহানের স্থলাভাষিক্ত হচ্ছেন মো. সাদাত হোসেন।
এর আগে কাতার ও শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন মো. সাদাত হোসেন। এ ছাড়া কায়রো, ইসলামাবাদ, নয়া দিল্লিতে এবং নিউইয়র্কের জাতিসংঘের স্থায়ী মিশনে কাজ করেছেন তিনি।
শ্রীলঙ্কায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহ। তিনি কূটনীতিক তারিক আহসানের স্থলাভাষিক্ত হবেন। রিয়াজ হামিদুল্লাহ বর্তমানে মন্ত্রণালয়ের বহুমাত্রিক অর্থনৈতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছেন।
এর আগে রিয়াজ হামিদুল্লাহ নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী বাংলাদেশ মিশন এবং নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে কাজ করেছেন। এ ছাড়া সার্ক সচিবালয়ে পরিচালকের কাজ করেছেন হামিদুল্লাহ।