সব

এটা মুক্ত চিন্তা নয়, বিকৃত-নোংরা মানসিকতা: প্রধানমন্ত্রী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 18th April 2016at 8:23 pm
41 Views

00 (4)স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আরেক শ্রেণী যারা বেড়িয়েছে মুক্ত চিন্তা, তারা মুক্ত চিন্তার মানুষ নয়, তারা বিকৃত-নোংরা মানসিকতার লোক। যারা ধর্ম নিয়ে কুৎসিত কথা বলে ও লিখে তারা মানসিকভাবে বিকৃত। এটা কিভাবে মুক্ত চিন্তা হতে পারে যা পড়তে গেলে ঘৃণা আসে।

প্রধানমন্ত্রী বলেন, যারা ধর্মের বিষয়ে এতো খারাপ কথা লিখতে পারে তারা কিভাবে মুক্তচিন্তার মানুষ হতে পারে আমরা বুঝিনা। কেউ যদি ধর্ম না মানে না মানুক কিন্তু আরেক জনের ধর্মের ব্যাপারে খারাপ কথা লিখবে কেন, যারা লিখে তাদের মানসিকতা বিকৃত।

সোমবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে এ সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন দলের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।

প্রধানমন্ত্রী আমেরিকার সমালোচনা করে বলেন, আপনারা মানবাধিকারের কথা বলেন অথচ একজন সাংবাদিকের অপকর্ম আপনারা দেখবেন না, যারা এরকম হত্যার ষড়যন্ত্রে লিপ্ত তাদের বিষয়ে কিছু বলবেনও না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের মানবাধিকার নেই, আমাদের যারা হত্যা করতে চায় তাদের মানবাধিকার আছে, আওয়ামী লীগের লোককে যখন হত্যা করা হয় তখন তখন তাদের মানবাধিকার নেই। মানবাধিকার আছে সেই সকল খুনিদের যারা আমার পুরো ফ্যামিলিকে হত্যা করেছে।

তিনি আরো বলেন, মানবাধিকারের কথা যারা বলে, তারা বিএনপি’র সাথে কথা কিভাবে কথা বলেন। এই বিএনপি অবরোধ দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। তাদের সাথে আপনারা (বিদেশিরা) যখন কথা বলেন আপনারা কি পোড়া মানুষের গন্ধ পান না।

২৪ বছরের আন্দোলনের ফসল হল বাংলাদেশ। যারা স্বাধীনতার বিরোধীতা করেছিল, যারা এদেশেল মানুষের উপর অত্যাচার করেছিল, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছিল, তাদের সাথে এখন সেই বিদেশি ষড়যন্ত্রকারীরা একত্রিত হয়েছে আমাদের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করতে। এ থেকে আমাদের সচেতন থাকতে হবে।

তিনি মুজিবনগর সরকারের তাৎপর্য তুলে ধরে বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতা অর্জনে ঐক্যবদ্ধ করেন। ১৯৭১ সালের ৭ মার্চ তিনি ঐতিহাসিক ভাষণ দেন। সেখানে তিনি বলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। তারপর ২৫ মার্চ নিরস্ত্র বাঙালি জাতির ওপর ঝাঁপিয়ে পড়ে হানাদাররা, গ্রেফতার করে বঙ্গবন্ধুকে, তার আগে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যান।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু গ্রেফতার হলেও তার ভাষণের ওপর ভিত্তি করে এবং তার নির্দেশনা মতো এপ্রিলের ১০ তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়। এরপর ১৭ এপ্রিল সে সরকার শপথ নেয়। এই সরকার গঠনের মধ্য দিয়েই বিশ্বে স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করে বাঙালি।


সর্বশেষ খবর