তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নতুন সভাপতি শিশির
মোঃ সাখাওয়াত হোসেনঃ রাজধানীর সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) নতুন সভাপতি হয়েছেন শামিম হোসেন শিশির। আগে সংগঠনটির সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন তিনি।
সম্প্রতি ব্যক্তিগত ও পারিবারিক কারণে সতিকসাসের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন এস এম শাফায়াত হাসান। পরে কার্যহির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে এবং কমিটির উপদেষ্টামণ্ডলিদের অনুমোদনে শামিম হোসেন শিশিরকে সভাপতি মনোনীত করা হয়। দীর্ঘদিন দৈনিক মানবকণ্ঠে কর্মরত থাকা শিশির বর্তমানে অনলাইন নিউজপ্রোটাল ২৪ লাইভ নিউজ পেপারের ক্রীড়া প্রতিবেদক হিসেবে কাজ করছেন।
উল্লেখ, গত ২৩ মে ২০১৯ তারিখে এক আড়ম্বপূর্ণ আয়োজনে তিতুমীর কলেজের প্রাক্তন কৃতি ছাত্র ও ঢাকা সাংবাদিক ইউয়নের (ডিইউজে) সভাপতি জনাব আবু জাফর সূর্য সাংবাদিক সমিতির কমিটি ঘোষণা করেন। যার অনুমোদন দেন সমিতির সাবেক সভাপতি জনাব রফিকুল ইসলাম রলি ও সাধারণ সম্পাদক জনাব শাহরিয়ার আরিফ।
এই কমিটির তত্ত্বাবধায়নে শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দেওয়াসহ বিভিন্ন কর্মসূচী সম্পন্ন করা হয়েছে। তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে।