কোটালীপাড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
রনী আহম্মেদঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কোটালীপাড়া থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান শেখ আহবায়ক হয়ে নির্বিঘ্নে আসন্ন শারদীয় দূর্গাপূজা সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বিষয়ক এ মতবিনিময় সভার আয়োজন করেন।
এ সময় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান হাওলাদার, কোটালীপাড়া পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ খালেক হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার, শেখ লুৎফর আদর্শ সরকারি মহা বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ গৌরাঙ্গ লাল চৌধুরী, রামশীল কলেজের অধ্যক্ষ জয়দেব চন্দ্র বালা, গোপালগঞ্জ জেলা পরিষদ সদস্য মাজহারুল ইসলাম পান্না, কোটালীপাড়া পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা যশোদা জীবন সাহা, সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাস, মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার মুজিবুল হক হাওলাদার, রামশীল ইউপি চেয়ারম্যান খোকন চন্দ্র বালা সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পূজা মন্দির কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক প্রমুখ।