সব

পালাতে সাহায্যের অভিযোগে ২ পুলিশ সদস্য বরখাস্ত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 26th September 2019at 8:17 pm
47 Views

অনলাইন ডেস্কঃ রাজধানীর একটি ক্যাসিনোতে র‌্যাবের অভিযান চলাকালে সংশ্লিষ্ট বিদেশিদের পালাতে সাহায্য করার অভিযোগে দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর ইয়ংমেনস ক্লাব, ওয়ান্ডারার্স ক্লাব এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রে অভিযান পরিচালনা করে র‍্যাব। সেখান থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, মাদকদ্রব্য, অস্ত্র ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়। এরপরই জানা যায়, এসব ক্যাসিনো নিয়ন্ত্রণ করেন যুবলীগের বিভিন্ন নেতা এবং ক্যাসিনো পরিচালনায় কাজ করতেন বেশ কয়েকজন বিদেশি নাগরিকরা।

ওই রাতেই সেগুনবাগিচার একটি ভবনের সিসি ক্যামেরার ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, ক্যাসিনোতে অভিযান চলাকালে এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বিদেশি নাগরিক ওই বাড়ি থেকে বের হয়ে যায়। তাদের বের হওয়ার আগে ওই ভবনে কয়েকজন প্রবেশ করেন, যাদের একজনের হাতে ওয়াকিটকি ছিল।


সর্বশেষ খবর