শিশু পাচারকারীকে গণপিটুনী
স্টাফ রিপোর্টারঃ রাজধানীর সেগুনবাগিচা এলাকায় আব্দুল কুদ্দুস (৩০) নামে এক শিশু পাচারকারীকে আটকের পর গণপিটুনী দিয়েছে স্থানীয়রা। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এসময় অপহৃত চার শিশুকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত শিশুরা হচ্ছে- সাগর (৭), শুভ (৬) শান্তি (৭) ও শাব্বির (৮)।
স্থানীয়রা জানায়, শিশু পাচারকারী কুদ্দুসসহ ৩ জনে চার শিশুকে অপহরণ করে রমনা পার্ক এলাকায় নিয়ে যায়।
এরপর তারা একটি গাড়িতে তোলার সময় এক শিশুর স্বজন দেখে ফেলেন। এসময় তিনি এগিয়ে শিশু পাচারকারী বলে সন্দেহ করেন।
পরে কুদ্দুস নামে একজনকে ধরে ফেললে অপর ২জন পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়দের সহযোগিতায় ধরে সেগুনবাগিচা এলাকায় নিয়ে গণপিটুনী দেয়।
এ ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাটি জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হচ্ছে বলে জানান।