সব

ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর !

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 18th April 2016at 8:30 pm
28 Views

22স্টাফ রিপোর্টারঃ ভ্রমণ পিপাসুদের জন্য স্বল্প খরচে পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাত শহরে ঘুরে আসার প্যাকেজ ঘোষণা করেছে এয়ার এরাবিয়া।

এ প্যাকেজের মাধ্যমে স্বল্প খরচে ইস্তাম্বুল (তুরস্ক), মস্কো (রাশিয়া), কিয়েভ (ইউক্রেন), কায়রো (মিশর), আলেকজান্দ্রিয়া (মিশর), নাইরোবি (কেনিয়া), আম্মান (জর্ডান), কলম্বো (শ্রীলংকা), আলমাটি (কাজাখস্তান), তিবলিসি (জর্জিয়া) ও উরুমকি (চীন) ঘুরে আসা যাবে।

প্যাকেজে অর্ন্তভুক্ত থাকবে রিটার্ন টিকিট, চার তারকা হোটেলে তিন রাত থাকা, সকালের নাস্তা, শহর ভ্রমণের ব্যবস্থা, হোটেল থেকে এয়ারপোর্ট পর্যন্ত গাড়ি সুবিধা।

যারা স্বল্প বাজেটে অবকাশ যাপনের কথা ভাবছেন, তারা যেকোনো গন্তব্যে পছন্দের প্যাকেজটি নিতে পারেন সহজেই।


সর্বশেষ খবর