সব

ঢাকায় ১১০, খুলনায় ১২০

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 1st October 2019at 3:35 pm
37 Views

অর্থনীতি ডেস্কঃ ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার ঘোষণা দেয়ায় দেশের বাজারে বেড়েই চলেছে পেঁয়াজের দাম। আজ ঢাকায় কেজিতে ১০০ থেকে ১১০ টাকা। ঢাকার বাইরে খুলনায় ১২০ টাকা। গতকাল বিকালেও এসব বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ৭৫ টাকা দরে।

রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি পাল্লা (৫ কেজি) পেঁয়াজ ৫২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এক কেজি কিনতে হচ্ছে ১১০ টাকায়। ভারতীয় পেঁয়াজ ও অনেকটা দেশি পেঁয়াজের মতো দেখতে মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে এক পাল্লা ৪৫০ টাকায়। খুচরা বাজারে দাম আরও কিছুটা বেশি।

এছাড়া খুলনায় প্রতিকেজি পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা গেছে। খুলনার বিভিন্ন বাজারে খুচরা বিক্রেতারা দোকানে পেঁয়াজের দাম ১ কেজি সমান ১২০ টাকা চার্ট আকারে দিয়ে রেখেছেন।

ব্যবসায়ীরা বলছেন, গতকাল ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করায় এর প্রভাব বাংলাদেশে পড়েছে। চলতি মাসের মাঝামাঝি থেকেই দেশের বাজারে পেঁয়াজের বাজারে অস্থিরতা শুরু হয়। গত ১৩ সেপ্টেম্বর পেঁয়াজ রফতানিতে ন্যূনতম মূল্য টনপ্রতি ৮৫০ ডলার বেঁধে দেয়।


সর্বশেষ খবর