গোপনে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সাইবার হামলা!
আমারবাংলা ডেস্কঃ ব্যবহারকারীদের অজান্তেই তাদের কম্পিউটার কাজে লাগিয়ে অন্য কম্পিউটারে সাইবার হামলা চালাতে পারে ‘নডারসক’। নতুন ঘরানার ক্ষতিকর ম্যালওয়্যারটি মূলত যেকোনো কম্পিউটারকে প্রক্সি সার্ভারে রূপান্তর করে অন্য কম্পিউটারে হামলা চালাতে পারে। অর্থাৎ অনলাইন থেকে এইচটিএমএল অ্যাপ্লিকেশন ফাইলের ছদ্নাবরণে কম্পিউটারে প্রবেশ করে ম্যালওয়্যারটি। পরে ফাইলটি খুলতে গেলেই স্বয়ংক্রিয়ভাবে ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে অন্য কম্পিউটারে ম্যালওয়্যার আক্রমণ শুরু করে।
এরই মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তের কয়েক হাজার কম্পিউটারে এ ধরনের হামলা চালিয়েছে ম্যালওয়্যারটি। প্রথম ম্যালওয়্যারটি শনাক্ত করেছেন মাইক্রোসফটের গবেষকরা। তাঁদের দাবি, ব্যক্তিগত কম্পিউটারের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক প্রতিষ্ঠানের কম্পিউটারেও হামলা চালাচ্ছে ম্যালওয়্যারটি।
সূত্র : ইন্টারনেট