সব

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের ইতিহাস

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 6th October 2019at 3:38 pm
FILED AS: খেলা
30 Views

গতরাতে লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক করেছেন পাকিস্তানের ১৯ বছর বয়সী ডান-হাতি স্পিনার মোহাম্মদ হাসনাইন। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করায় তার নাম উঠেছে রেকর্ড বইয়ে। টি-টোয়েন্টিতে কনিষ্ঠতম বোলার হিসেবে হ্যাটট্রিকের মালিক এখন হাসনাইন। পাকিস্তানের দ্বিতীয় ও বিশ্বের অষ্টম খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করেন তিনি। তবে হাসনাইনের হ্যাটট্রিকটি হচ্ছে টি-টোয়েন্টি ইতিহাসের নবম।

হাসনাইনের আগে পাকিস্তানের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন ফাহিম আশরাফ। ২০১৭ সালে মৌসুমে আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ফাহিম। টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রেলিয়ার ব্রেট লি। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে কেপটাউনে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিংক করেছিলেন লি। বাংলাদেশের সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা ও অলক কাপালিকে আউট করেছিলেন লি।

টি-টোয়েন্টি ইতিহাসে হ্যাটট্রিকের তালিকা :

 

নং   বোলার                 দেশ           প্রতিপক্ষ                   ভেন্যু                   সাল

 

১.    ব্রেট লি             অস্ট্রেলিয়া          বাংলাদেশ               কেপটাউন         ২০০৭

২  জ্যাকব ওরাম     নিউজিল্যান্ড        শ্রীলঙ্কা                 কলম্বো                 ২০০৯

৩.    টিম সাউদি     নিউজিল্যান্ড       পাকিস্তান               অকল্যান্ড             ২০১০

 

৪. থিসারা পেরেরা    শ্রীলঙ্কা            ভারত                      রাঁচি                  ২০১৫

৫. লাসিথ মালিঙ্গা       শ্রীলঙ্কা           বাংলাদেশ             কলম্বো                  ২০১৬

 

৬. ফাহিম আশরাফ   পাকিস্তান          শ্রীলঙ্কা                 আবুধাবি               ২০১৭

৭. রশিদ খান       আফগানিস্তান        আয়ারল্যান্ড          দেরাদুন               ২০১৮

৮.লাসিথ মালিঙ্গা        শ্রীলঙ্কা                  নিউজিল্যান্ড           পাল্লেকেলে     ২০১৯

 

৯. মোহাম্মদ হাসনাইন    পাকিস্তান                 শ্রীলঙ্কা              লাহোর         ২০১৯


সর্বশেষ খবর