‘এফবিআইয়ের নথি মিলেছে শফিক রেহমানের বাসায়’
স্টাফ রিপোর্টারঃ অপহরণ চক্রান্তের মামলায় রিমান্ডে থাকা শফিক রেহমানকে সঙ্গে নিয়ে তার বাসায় তল্লাশি চালিয়ে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় সম্পর্কিত ‘এফবিআইয়ের নথি’ জব্দের কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার দুপুরে শফিক রেহমানের ইস্কাটনের বাসায় এই অভিযান চলে বলে মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মাশরুকুর রহমান খালেদ জানান।
তিনি বলেন, “সেখানে শফিক রেহমানের নিজের হেফাজতে রাখা সজীব ওয়াজেদ জয় সংক্রান্ত প্রাথমিক কিছু তথ্য, বাড়ি, গাড়ির নম্বর, কোথায় থাকেন, এসব… আর গোপনীয় কিছু নথিপত্র পাওয়া গেছে। তিনি এসব সংরক্ষণ করে রেখেছিলেন। গোয়েন্দারা এগুলো জব্দ করেছে।”
যুক্তরাষ্ট্রে এক এফবিআই এজেন্টের কাছ থেকে পাওয়া নথি ‘নিজের কাছে থাকার কথা’ শফিক রেহমান রিমান্ডে ‘স্বীকার করার পর’ এর ভিত্তিতে পুলিশ তাকে নিয়ে বাসায় যায় বলে উপ কমিশনারের ভাষ্য।
তিনি বলেন, “শফিক রেহমান রিমান্ডে জানিয়েছেন, এফবিআইএজেন্ট রবার্ট লাস্টিক এর কাছ থেকে এ নথিপত্রগুলো যোগাড় করে তিনি নিজের সংরক্ষণে রেখেছিলেন।”
যে মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে, তার তদারকির দায়িত্বে রয়েছেন পুলিশের এ উপ কমিশনার।
মাশরুকুর রহমান বলেন, “শফিক রেহমান রিমান্ডে বলেছেন, তার কাছে তথ্য রয়েছে।
তিনি নিজে না গেলে বাসা থেকে তা উদ্ধার করা যাবে না। সেজন্যে তাকে সঙ্গে নিয়ে গোয়েন্দা পুলিশ কনফেডেনশিয়াল নথিপত্র উদ্ধার করে তা জব্দ করেছে।”
এদিকে যে সময়ে ইস্কাটনে এই তল্লাশির কথা পুলিশ বলছে, তার ঘণ্টাখানেক পর পুলিশ কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে আসেন মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম।
তিনি বলেন, সজীব ওয়াজেদ জয় সম্পর্কে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সংরক্ষিত তথ্য পেতে ঘুষ লেনদেনের ঘটনায় দণ্ডিতদের সঙ্গে ‘একাধিক বৈঠকের কথা’ শফিক রেহমান ‘স্বীকার করেছেন’।
তবে তাকে নিয়ে বাসায় তল্লাশি চালানোর কোনো তথ্য ওই ব্রিফিংয়ে মনিরুল দেননি।