সব

গ্রিনল্যান্ড সফরে যাচ্ছেন ট্রাম্পের ছেলে ডন জুনিয়র

AUTHOR: Mojammel
POSTED: Tuesday 7th January 2025at 2:23 pm
3 Views

প্রাইমনিউজ ডেস্ক:যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার বড় ছেলে জন ট্রাম্প জুনিয়র গ্রিনল্যান্ড সফর করবেন। খবর এএফপি’র। তবে তিনি তার সফরের কোন সময় উল্লেখ করেননি। কোপেনহেগেন থেকে এএফপি’র খবরে এ কথা জানানো হয়।

ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোস্যাল সাইটের এক পোষ্টে বলেছেন, জন এবং অন্যান্য প্রতিনিধিরা গ্রিনল্যান্ডের বিস্ময়কর সব স্থান অবলোকন করতে যাচ্ছেন। ট্রাম্প আরো বলেন,‘ গ্রিনল্যান্ড একটা অসাধারণ জায়গা। এই স্থান যখন আমাদের হবে তখন মানুষ ভীষণভাবে লাভবান হবে। আমরা  গ্রিনল্যান্ড রক্ষা করব,যত্ন করব এবং বিশ্বের ভয়াবহ দূষণ থেকে গ্রিনল্যান্ডকে পুনরায় সুন্দর করে গড়ে তুলবো।’

ডেনিশ বিদেশ মন্ত্রনালয় ইতিপূর্বে কেবল এটুকু জানিয়েছিল যে, জন জুনিয়র ট্রাম্পের এই সফর কোন সরকারী সফর নয়। বড়দিনের আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, জাতীয় নিরাপত্তা ও পৃথিবীব্যাপী স্বাধীনতার স্বার্থে গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রন নেওয়া আমেরিকার কাছে অতি প্রয়োজনীয়।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়,এর প্রতিক্রিয়ায় আইল্যান্ড রাষ্ট্রটির সরকার বলেছিল, গ্রিনল্যান্ড বিক্রির ব্যাপার নয়। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউট এগেডের বুধবার কোপেনহেগেনে ডেনমার্কের রাজা ফ্রেডরিকের সাথে সাক্ষাৎ করার কথা থাকলেও সময়সূচীর সমস্যার কারণে তা বাতিল করা হয়েছে।

আমেরিকা বহু বছর আগে থেকে গ্রিনল্যান্ডে ডেনমার্কের দ্বীপগুলো কিনতে চাইছে। যে দ্বীপগুলো স্বায়স্বশাসিত এলাকা হিসাবে কিংডম অব ডেনমার্কের অধীনস্থ।


সর্বশেষ খবর