সব

ডিসেম্বরে কমেছে পিএমআই মান, ব্যবসা সম্প্রসারণের গতি কমেছে

AUTHOR: Mojammel
POSTED: Tuesday 7th January 2025at 2:45 pm
6 Views

প্রাইমনিউজ ডেস্ক :পরপর তিন মাস দেশের অর্থনীতি সম্প্রসারণের ধারায় রয়েছে। তা সত্ত্বেও নভেম্বরের তুলনায় ডিসেম্বরে ব্যবসা সম্প্রসারণের গতি কমেছে। ডিসেম্বরে পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স বা পিএমআইয়ের সার্বিক মান দাঁড়িয়েছে ৬১ দশমিক ৭ শতাংশে। নভেম্বরে যা ছিল ৬২ দশমিক ২ শতাংশ।

ব্যবসায়ী ও উদ্যোক্তাদের শতবর্ষের পুরোনো সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এমসিসিআই) ও গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ যৌথভাবে পিএমআই প্রণয়ন করছে। আজ মঙ্গলবার ডিসেম্বর মাসের পিএমআই প্রকাশ করা হয়। তাতে বিভিন্ন সূচকের ভিত্তিতে গত মাসে অর্থনীতির সম্প্রসারণের চিত্র তুলে ধরা হয়।


সর্বশেষ খবর