সব

পুলিশ পরিচয়ে তুলে নেওয়া ছাত্রের লাশ উদ্ধার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 20th April 2016at 1:55 pm
34 Views

2জেলা ডেস্কঃ ঝিনাইদহের কালিগঞ্জে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ১২দিন পর কলেজছাত্র সোহানুর রহমান সোহানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।নিহত সোহানুর কালীগঞ্জের ঈশ্বরা গ্রামের মহাসিন আলীর ছেলে ও স্থানীয় শহিদ নূর আলী কলেজের প্রথম বর্ষের ছাত্র।

বুধবার সকালে চুয়াডাঙ্গার সদর উপজেলার বুলকিয়া চন্দতলা মাঠে সোহানুরের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে।

সকাল ৭টার দিকে কৃষকেরা মাঠে কাজ করতে যাওয়ার সময় রাস্তার পাশে যুবকের গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

এর আগে গত ১০ এপ্রিল তাকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন সোহানুরের মা।

সোহানুর রহমানের মা পারভীনা বেগম বলেছিলেন, তার ছেলে সোহান কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। সে পড়ালেখা করে। এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৩১ পেয়েছে। এরপর কালীগঞ্জ শহরের শহিদ নূর আলী কলেজে ভর্তি হয়েছে।

তিনি আরও জানান, সোহানুর রহমানের বাবা ঢাকায় থাকেন। তার দুই ছেলে এক মেয়ে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামও ঘটনাস্থলে পৌঁছেছেন। লাশ উদ্ধারের তৎপরতা চলছে।

 


সর্বশেষ খবর