শিক্ষাব্যবস্থা ধ্বংস করছে সরকার
স্টাফ রিপোর্টারঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজ উদ্দিন আহমেদ বলেন, সরকার দলীয় করণ করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। মেধাবী লোক নিয়োগ না দিয়ে দলীয় সংসদ সদস্যদের দ্বারা ঘুষ বানিজ্য করে অযোগ্য লোক নিয়োগ দিচ্ছে সরকার। অযোগ্য লোক দিয়ে প্রশাসন চলতে পারে শিক্ষাখাত নয়।
আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শিক্ষক কর্মচারী ঐক্যজোট কর্তৃক ‘নগ্ন দলীয়করণে বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।এমাজ উদ্দিন বলেন, যদি কোন অযোগ্য লোককে দলীয়ভাবে প্রশাসনে সহকারি সচিব হিসেবে নিয়োগ দেয়া হয় তাহলে ৩৫ বছর এদিক ওদিক করে তাকে চালানো সম্ভব কিন্তু একজন অযোগ্য লোককে শিক্ষাখাতে নিয়োগ দিলে সে ৩৫ বছর ধরে পুরো শিক্ষাব্যবস্থা সে ধ্বংস করবে।তিনি আরো বলেন, একজন সংসদ সদস্যকে যদি তার এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক হয় তাহলে সেখানে বানিজ্য হওয়াটাই স্বাভাবিক। এলাকার সাবেক শিক্ষক, শিক্ষিতব্যক্তিবর্গদের নিয়ে যদি কমিটি করে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা হয় তাহলে শিক্ষাখাত দ্রুত অগ্রগতি লাভ করবে।এছাড়া একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন করার দাবি জানান এমাজ উদ্দিন।এই কমিশনের কাজ হবে দেশের যতগুলো বিশ্ববিদ্যালয় থাকবে সেগুলোর শিক্ষার মান যাচাই করা। দেশে ৯০টির মত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, এতগুলো বিশ্ববিদ্যালেয় প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।শিক্ষা ও গবেষণার জন্য সবাইকে বাংলা ছাড়াও ইংরেজি ও অন্যান্য ভাষা শিখার তাগিদ দিয়েছেন এমাজ উদ্দিন। তিনি বলেন, গবেষণার জন্য বেশির ভাগ বই হল ইংরেজিতে তাই আমরা যদি উচ্চতর গবেষণা করতে যাই, পিএইচডি করতে যাই তাহলে আমাদের কয়েকটি ভাষা বাধ্যতামূলক শিখতে হয়। তাই আমাদের উন্নতির জন্য মাল্টি ল্যাঙ্গুয়াল হতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো: সেলিম ভূঁইয়া ও কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।