পপ জগতের কিংবদন্তী প্রিন্স আর নেই
বিনোদন ডেস্কঃ পপ সুপারস্টার, এক কথায় বলা যায় পপ জগতের কিংবদন্তী, ‘প্রিন্স’ নামে পরিচিত যুক্তরাষ্ট্রের প্রিন্স রজার্স নেলসন আর নেই।
সাতবারের গ্রেমি পুরষ্কার বিজয়ী মাত্র ৫৭ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেলেন।
আজ যুক্তরাষ্ট্রের সময়সকাল ১০টা ৭ মিনিটে মিনেসোটা রাজ্যে তার নিজের পেইসলি পার্ক এস্টেটে একটি লিফটের মধ্যে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদ মাধ্যম।