হায়দ্রাবাদের বড় জয়ে উজ্জ্বল মুস্তাফিজ
খেলা ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে নিজের চতুর্থ ম্যাচেও বল হাতে উজ্জ্বল রইলেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। এই ম্যাচে দলের পক্ষে সবচেয়ে কম রান দেওয়ার পাশাপাশি একটি উইকেটও নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাতে আসরে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও গুজরাট লায়ন্স। ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
মুস্তাফিজ বোলিংয়ে আসেন ইনিংসের চতুর্থ ওভারে। ওই ওভারে দারুণ বল করে মাত্র ২ রান দেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ। তখন ক্রিজে ছিলেন গুজরাটের দুই তারকা ব্যাটসম্যান সুরেশ রায়না ও ব্র্যান্ডন ম্যাককুলাম।
পরবর্তীতে ১৫তম ওভারে মুস্তাফিজকে ফের বোলিং দেন ওয়ার্নার। তবে ওই ওভারটিতে ওয়ার্নারের মিস ফিল্ডিংয়ের কারণে একটি বাউন্ডারি হওয়ায় মুস্তাফিজ খানিকটা খরুচে হয় যান; দিয়েছেন ৯ রান।
তবে ১৭তম ওভারে (নিজের তৃতীয় ওভারে) ফের গুজরাটের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ান মুস্তাফিজ। এই ওভারে রবিন্দ্র জাদেজার উইকেট (বোল্ডআউট) দখলের পাশাপাশি মাত্র ৪ রান খরচ করেন তিনি।
নিজের চতুর্থ ও শেষ ওভারে (ইনিংসের ১৯তম ওভার) আর কোনো উইকেটের দেখা না পেলেও মাত্র ৪ রান দেন মুস্তাফিজ।
ফলে ৪ ওভারে মাত্র ১৯ রান খরচা করেন তিনি, বিনিময়ে দখল করেন একটি উইকেট।