সব

তোমার সুরঞ্জনা আজ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 22nd April 2016at 11:29 pm
56 Views

5নাসিমা খান:
তোমার সুরঞ্জনা আজ
বিনম্র বেদনাকে ছুঁতে গিয়েছে পরশীর উঠোনে
সেখানে অগ্নিদাহ
চাঁদের জ্যোতস্না ম্লান অন্ধকারের মত,
তার হাত এখন করমোচার মত রক্তিম
অনাস্বাদে ভীতু,
তার অজস্র কথার স্বপ্ন মুখ থুবড়ে মরা নদীর ফাঁদে,
কবি তোমার দেখা আঠার বাকী নদীর
তীর ছূঁয়ে মদ্যপীর চারণ এখন
বেহায়া সভ্যতার হাতে সুরঞ্জনার দু’টি হাত
বিষন্নতায় কাঁপে,
সুরঞ্জনার কলিজার উপর এখন মরা ঘাসের
চৌচির মাঠ, চৈত্রের পোড়া গন্ধ তাতে
কবি সুরঞ্জনার উদাসী চোখের বাঁকে
এখন অমাবষ্যার রাত !

 

কবি, সাহিত্যিক ও কলামিস্ট


সর্বশেষ খবর