গোপনেই দেশ ছাড়লেন ব্লগার তারেক রাহিম ও প্রকাশক টুটুল
ডেস্ক রিপোর্ট ঃ ফের হামলার শঙ্কায় গোপনেই দেশ ছাড়লেন দুর্বৃত্তদের হামলার শিকার শুদ্ধস্বর প্রকাশনীর প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুল ও ব্লগার তারেক রহিম। তারা দু’জনই যুক্তরাষ্ট্রে গেছেন বলে জানা গেছে। এছাড়া হামলার শিকার অপর ব্লগার রণদীপম বসুও বিদেশ চলে যাওয়ার অপেক্ষায় আছেন। তারা তিনজনই এক মাস আগে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছিলেন।
গত ৩১ অক্টোবর দুপুরে শাহবাগে আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনার মালিক ফয়সল আরেফিন দীপনকে দুর্বৃত্তরা কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। ঠিক তার দুই ঘন্টা আগে রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীতে হামলা চালিয়ে প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুল, ব্লগার তারেক রহিম ও ব্লগার ও লেখক রণদীপম বসুকে গুরুতর আহত করে। দুই ঘটনায় দায়ের করা মামলা এখন তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুনতাসিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, দীপন হত্যা ও টুটুলদের হত্যাচেষ্টার ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, মোবাইল ফোনের কললিস্ট ও একটি ঘটনার ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করে ধারণা করা হচ্ছে, ঘাতকরা হত্যা ও হামলার আগে-পরে কোনো প্রযুক্তিগত মাধ্যমের সহায়তা নেয়নি। এ কারণে এই দুই ঘটনা তদন্তে ‘গুপ্তচর’ নিয়োগ করা হয়েছে।
র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদ বলেন, ঘাতকরা হত্যা ও হামলার আগে পরে মোবাইল ফোন ব্যবহার করেনি। এমনকি আজিজ সুপার মার্কেটের ভিডিও ফুটেজ থেকে যাদের সন্দেহ করা হয়েছিল, তাদের ব্যাপারেও কোনো তথ্যই মেলেনি। এ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফেরার পরও নিরাপত্তাহীনতায় ভোগেন আহতরা। এক মাসেও হামলার ঘটনার কোনো কূলকিনারা না হওয়ায় হতাশ হয়ে পড়েন তারা। তাই জীবনের নিরাপত্তায় কয়েকদিন আগে টুটুল ও তারেক রহিম যুক্তরাষ্ট্রে চলে গেছেন। রণদীপম বসুও বিদেশ যাওয়ার চিন্তাভাবনা করছেন।