যৌন নির্যাতন: মার্কিন নাগরিক গ্রেফতার
প্রবাস ডেস্ক ঃ কলকাতার এক বালককে যৌন নির্যাতনের অভিযোগে এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। লেসলি অ্যালেন পাওয়েল নামের ৫১ বছর বয়সী ওই মার্কিন নাগরিক সল্টলেকের হায়াৎ রিজেন্সি হোটেলের ঘরে নিয়ে গিয়ে বালকটির ওপরে যৌন নির্যাতন চালান বলে অভিযোগ। বিধাননগর পুলিশের উপ কমিশনার কঙ্কর প্রসাদ বারুই জানান শুক্রবার রাতে গ্রেপ্তার করার পরে ওই মার্কিন নাগরিককে শনিবার আদালতে হাজির করা হয়েছে।
পুলিশ বলছে, তারা হোটেল কর্তৃপক্ষর কাছ থেকেই প্রথম অভিযোগ পায়। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে মি. পাওয়েল ওই বিলাসবহুল হোটেলটিতে ওঠার কিছুক্ষণ পরেই বেরিয়ে যান আর যখন ফিরে আসেন, তখন তাঁর সঙ্গে ওই বালকটি ছিল । নিরাপত্তাকর্মীরা তার পরিচয় জানতে চাইলে মি. পাওয়েল বলেন যে বালকটি আর তার পরিবার তাঁকে চিকিৎসা করাতে সাহায্য করছে।
বেশ কয়েকঘন্টা পরে যখন ওই বালকটিকে নিয়ে মি. পাওয়েল বেরিয়ে যাচ্ছিলেন, তখন ওই বালকের মুখেচোখে আতঙ্কের ছাপ দেখতে পান নিরাপত্তাকর্মীরা। সন্দেহ হওয়ায় আলাদা ডেকে জিজ্ঞাসাবাদ করতেই বালকটি বলে দেয় যে বেশ কিছু দামী উপহার কিনে দেওয়ার পরে হোটেলের ঘরে নিয়ে গিয়ে তার ওপর যৌন নির্যাতন চালিয়েছেন ওই ব্যক্তি। ফেসবুকের মাধ্যমে দুজনের আলাপ হয় বলেও ওই বালকটি জানায়। তার বাড়ী ওই বিলাসবহুল হোটেলের কাছেই। এরপরেই পুলিশ গ্রেপ্তার করে ওই মার্কিন নাগরিককে। কলকাতার মার্কিন উপদূতাবাসকেও গ্রেপ্তারির বিষয়টি জানানো হয়েছে।বিবিসি।