‘পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নে আন্তরিক সরকার’
স্টাফ রিপোর্টার ঃ ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের অষ্টাদশ বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি করেন।
মন্ত্রী বলেন, পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন, ২০০১ যথাযথভাবে সংশোধন এবং বাস্তবায়নের জন্যও সরকার নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ২৩ (ক) অনুচ্ছেদে প্রথমবারের মতো পার্বত্য অঞ্চলের উপজাতিদের ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে।
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরকে ঐতিহাসিক ও প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞার বহিঃপ্রকাশ বলে অভিহিত করে মন্ত্রী বলেন, হতাশা, ক্ষোভ কিংবা অভিমান নয়, পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নে সরকার এবং পার্বত্য জনসংহতি সমিতির মাঝে নিবিড় আলোচনা প্রয়োজন। এর মধ্যে দিয়ে সন্দেহ ও অবিশ্বাস দূর হয়ে আস্থা ও আন্তরিকতার পরিবেশ সৃষ্টি হবে।
আদিবাসী সংসদীয় ককাসের আহ্বায়ক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- আদিবাসী সংসদীয় ককাসের সদস্য সংসদ সদস্য খালেদ মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন ড. আব্দুল্লাহ আল ফারুকী, আদিবাসী সংসদীয় ককাসের সমন্বয়ক প্রফেসর মেসবাহ কামাল।