‘আইএস ইস্যুতে ঘোমটা খুলুন, পরে সুযোগ পাবেন না’
স্টাফ রিপোর্টার ঃ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, দেশ যাতে ইসলামিক স্টেট (আইএস) সমস্যায় না পড়ে সে জন্য আর বসে থাকার সময় নেই। এখন জাতিকে বিভক্ত না করে ঐক্য গড়ে তুলতে হবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন একাত্তরের রণাঙ্গনে কাদেরিয়া বাহিনীর এই প্রধান।
দেশে শান্তির দাবিতে চলতি বছরের ২৮ জানুয়ারি থেকে চলা অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। ফলে দীর্ঘ ৩০৮তম দিনের কর্মসূচি শেষে নিজ গৃহে ফিরে যান বীরউত্তম কাদের সিদ্দিকী। কাদের সিদ্দিকী বলেন, ‘দেশের বাইরে থেকে প্রধানমন্ত্রী ফিরে সংবাদ সম্মেলনে বলেছিলেন, কেউ কেউ এ দেশে আইএস আছে এটা প্রমাণের চেষ্টা করছে, যাতে বিদেশী শক্তি চাপ প্রয়োগ করতে পারে। প্রধানমন্ত্রীর উপলব্ধি আমাদের অবস্থান কর্মসূচির ফসল।’
‘তাই যার সঙ্গে আলোচনায় বসলে দেশে শান্তি আসবে তার সঙ্গেই আলোচনায় বসুন। আলোচনায় আপনাকে বসতেই হবে। ঘোমটা খুলুন। পরে কিন্তু আলোচনার সময় পাবেন না’ মন্তব্য করেন বঙ্গবীর। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দেশে আইএস নেই। অথচ পুলিশ আইএস সদস্যদের গ্রেফতার করছে ও আদালতে বিচার চলছে। আইএস থাকুক বা না থাকুক, এটা এখন বিশ্বব্যাপী বড় সমস্যা।