শেলটেক বর্ষশেষ বসতিমেলা শুরু
স্টাফ ডেস্ক ঃ শেলটেক আগে বিভিন্ন অ্যাপার্টমেন্টে (ফ্ল্যাট) ডিসকাউন্ট (ছাড়) দিলেও আজ থেকে শুরু হওয়া ১৫ দিনব্যাপী শেলটেক বর্ষশেষ বসতিমেলার প্রথম দিন থেকে সেই সুযোগ আর থাকছে না। গতকাল রাজধানীর পান্থপথে শেলটেক টাওয়ারে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. তৌফিক এম. সেরাজ এই ঘোষণা দেন। তিনি বলেন, আগের মন্দা কাটিয়ে সেলটেক বর্তমানে স্থিতিশীল অবস্থায় দাঁড়াতে সক্ষম হয়েছে। তাই আজ থেকেই সব ফ্ল্যাট এক দামে বিক্রি করার সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছি।
ড. তৌফিক এম. সেরাজ বাংলাদেশের গৃহায়ণ ও নগর পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ২০১২ সালে ফ্ল্যাটের মূল্য সর্বোচ্চ পর্যায়ে উঠে। তারপর থেকেই বিভিন্ন কারণে কমতে শুরু করে। সে কারণে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হয়েছে। কিন্তু ছাড়ের এ সংস্কৃতি নেগেটিভ প্রতিযোগিতা। গত বছর বেচাবিক্রি খারাপ থাকলেও গত ৬ মাসে মন্দাভাব কেটে গেছে।
তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ছাড়ের ব্যবসাতে আর থাকব না। তবে মতিঝিলসহ বিভিন্ন লোকেশনে রেডি ১৫টি ফ্ল্যাটে কিছু ছাড় দেয়া হবে। সেলটেকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমানে বিভিন্ন লোকেশনে যৌক্তিক মূল্যে ফ্ল্যাট বিক্রি করা হচ্ছে। আমি সব সময় মধ্য-মধ্যবিত্তের জন্য ফ্ল্যাট তৈরি করে থাকি। মিরপুরে বিথীকা তার প্রমাণ।
বিভিন্ন লোকেশনে ১৩০০ থেকে ১৬০০ বর্গফুটের ফ্ল্যাট তৈরি করে তা বিক্রি করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় তিন হাজার ফ্ল্যাট হস্তান্তর করা হয়েছে। আরো এক হাজার নির্মাণাধীন। এছাড়া আগামীতে আরো এক হাজারের বেশি ফ্ল্যাট তৈরির কাজ শুরু করা হবে। তবে উচ্চবিত্তের জন্যও কিছু এলাকায় ফ্ল্যাট তৈরি করা হচ্ছে। এই মেলায় ঢাকার বিভিন্ন এলাকায় সাশ্রয়ী দামে অ্যাপার্টমেন্ট ও কমার্শিয়াল স্পেস বিক্রি করা হবে। এছাড়া আশুলিয়া ও সিংগাইরে নিষ্কন্টক জমিও বিক্রি করা হবে।