বিপিএল চট্টগ্রাম পর্ব শুরু, ফিল্ডিংয়ে তামিমরা
খেলা ডেস্ক ঃ তামিম ইকবালের চার-ছক্কার ইনিংস দেখার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে চট্টগ্রামবাসীকে। তামিমই বোধহয় নিজ থেকে অপেক্ষায় রাখলেন! সোমবার বিপিএলের চট্টগ্রাম-পর্বে বরিশাল বুলসের মুখোমুখি হচ্ছে তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। ঘরের মাঠে একধাপ এগিয়ে গিয়ে টসেও জিতেছিলেন তামিম ইকবাল। কিন্তু উইকেট বুঝে ফিল্ডিং করার সিদ্ধান্ত আগে নিয়েছেন তিনি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
চার ম্যাচের তিনটিতেই হারের তিক্ত স্বাদ পাওয়া তামিমরা ঘরের মাঠে জয়ে ফেরার আশ্বাস দিয়েছেন। সেই আশ্বাস কতটুকু পূরণ করতে পারে তামিমের দল, সেটাই দেখার বিষয়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম প্রায় পুরোটাই দর্শকদের দখলে। নিজেদের দল চিটাগং ভাইকিংসকে উৎসাহ দিতে স্টেডিয়ামে হাজির প্রায় আট হাজার দর্শক। স্টেডিয়ামের বাইরেও অপেক্ষায় রয়েছে আরো দেড়-দুই হাজার ক্রিকেটপ্রেমিরা। তাদের মুখে একটাই নাম ‘চিটাগং ভাইকিংস।’ এর আগে বিপিএলের ঢাকা-পর্বে চার ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে চিটাগং। আর বরিশাল তিন ম্যাচের দুটিতে জিতেছে।