গাজীপুরে ভূমি ধস্যূ খোরশেদ গং কর্তৃক সরকারী খাস পকুর দখল।
শহিদুল ইসলাম,গাজীপুর ।
গাজীপুরে ভূমি ধস্যূ খোরশেদ গং কর্তৃক সরকারী খাস পুকুর দখল।জানা যায় যে,গাজীপুর সদর থানাধীন ভোগড়া বাসন সড়ক বড়বাড়ী, সংলগ্ন সরকারী খাস পুকুর ভরাট করে বে আইনী ভাবে ইট বালু সিমেন্ট ধারা পাকা বাড়ী নির্মাণ করার চেষ্টা করে, উক্ত ঘটনাটি সাংবাদিক দের চোখে পরলে, তথ্য জানার জন্য সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম( মানিক) সহ-১০/১২ জনের একটি সাংবাদিক টিম উক্ত ঘটনা স্হলে যায়,ঘটনা স্হলে গিয়ে দেখাযায় যে,ভূমি ধস্যূ এক মোঃ খোরশেদ(৩৫) মোঃ রাশেদ(৩০) উভয় পিতা:- মোঃ নুরু মিয়া, গ্রাম : ভোগড়া বাসন সরক,বড়বাড়ী, উক্ত ভূমি ধস্যূরা সহ- অঙ্গাতনামা আরো ৪/৫ জনের সহায়তায় উক্ত খাস পুকুরটি বে- আইনী ভাবে ভরাট করে পাকা বাড়ী নির্মাণ করছে, সাংবাদিকরা ঘটনাটি ছবি তোলতে গেলে ও খাস পুকুর ভরাট সমন্দে জানতে চাইলে, উক্ত ভূমি ধস্যূরা সাংবাদিক দের অশীল ভাষায় গালি গালাজ করেন আরো জানান তারা এই পুকুরে বে- আইনী ভাবে ঘড় বাড়ী – নির্মান করবে, যদি কেউ এতে বাদা হয়ে দাড়ায়, তাদের খুন, জখম করবে বলে হুমকি দেয়। আরো জনা যায় যে,ভূমি ধস্যূ রাশেদ, অত্র এলাকার -মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী এবং উশৃংখল প্রকৃতির লোক, এরা যে কোন সময়, যে কোন কাজ করতে পারে,যেহেতু ইহা সরকারী খাস পুকুর তাই ইহা উক্ত ভূমি ধস্যূ দের হাত থেকে সরকারী উদ্যাগে উক্ত কাজ বন্দ করা একান্ত প্রয়োজন , তাই সাংবাদিকরা জনসার্থে একটি অভিযোগ দায়ের করেন জয়দেবপুর থানায়, ও গাজীপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার গাজীপুর ও সহকারী ভূমি কমিশনার গাজীপুর কে, অবগতি পত্র প্রধান করেন, এখন এলাকাবাসী ও সচেতন মহলের একটাই জোর দাবি উক্ত ভূমি ধস্যূদের হাত থেকে সরকারী খাস পুকুর রক্ষ্যা করা হোক।