‘ইসি চাইলে নির্বাচনে বিজিবি দেওয়া হবে’
জেলা ডেস্ক ঃ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন শৃংখলা পরিস্থিতির উন্নতিতে কাজ করে যাবে বিজিবি। এ ছাড়া নির্বাচন কমিশন (ইসি) চাইলে পৌরসভার নির্বাচনেও বিজিবি মোতায়েন করা হবে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিজিবি মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক চেষ্টায় বিজিবির আধুনিকায়ন করা সম্ভব হয়েছে। টেকনাফ সীমান্তে কাঁটাতারের বেড়া ও সীমান্ত সড়ক নির্মাণ করা হবে। ২০১৬ সালে এই প্রকল্পের কাজ শুরু হবে। পর্যায়ক্রমে সব সীমান্তেই সড়ক নির্মাণ করা হবে। সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তের লোকজন সচেতন হলে এবং বাংলাদেশিরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করলে সীমান্ত হত্যা শূণ্যের কোঠায় নিয়ে আসা সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুর রহমান, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল কেএম ফেরদাউসুল শাহাব, ৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমেদ জুনায়েদ আলম খান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মো. আল-মামুন প্রমূখ।