সিরিয়ায় যুক্তরাজ্যের বিমান হামলা শুরু
আন্তর্জাতিক ডেস্ক ঃ ব্রিটিশ জঙ্গিবিমান সিরিয়ায় ইসলামিক স্টেট (আএস) এর বিরুদ্ধে হামলা শুরু করেছে।পার্লামেন্ট অনুমোদন দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা শুরু করে ব্রিটেন। বৃহস্পতিবার সকালে সাইপ্রাসের বিমানঘাঁটি থেকে উড়ে গিয়ে তিনটি আরএএফ টর্নেডো যুদ্ধবিমান এ হামলা চালিয়েছে। বুধবার প্রায় ১০ ঘণ্টা বিতর্কের পর ৩৯৭-২২৩ ভোটে সিরিয়ায় ব্রিটিশ বিমান হামলার প্রস্তাবটি হাউস অব কমন্সে পাস হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ওই সময় জানিয়েছিল, প্রস্তাবটি পাসের পরপর চারটি আরএএফ টর্নেডো যুদ্ধবিমান সাইপ্রাসের আক্রোতিরি বিমানঘাঁটি থেকে উড়ে গেছে। তবে তাদের গন্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইরাকে আইএসের ওপর হামলায় ব্যবহৃত আরো চারটি যুদ্ধবিমান সিরিয়ায় হামলার জন্য প্রস্তুত রাখা হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার সিরিয়ায় বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সিরিয়ায় প্রথমবারের মতো হামলার পর ব্রিটিশ যুদ্ধবিমানগুলো ফিরে এসেছে। শিগগিরই মন্ত্রণালয়ের পক্ষ থেকে হামলার পূর্ণ বিবরণ প্রকাশ করা হবে। বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, সাইপ্রাস থেকে উড়ে যাওয়া চারটি আরএএফ টর্নেডো জঙ্গিবিমানের মধ্যে দুটি ঘাঁটিতে ফিরে এসেছে। বিমান দুটিতে ১৫০০ পাউন্ডের বোমা ছিল। তবে ফেরত আসার সময় বোমাগুলো বিমানে ছিল না।