ইসলামী ব্যাংক সাপাহার শাখায় বার্ষিক প্রীতি মিলনী অনুষ্ঠিত
অর্থনীতি ডেস্ক ঃ ইসলামী ব্যাংক সাপাহার শাখায় পল্লী উন্নয়ন প্রকল্পের বার্ষিক প্রীতি মিলনী বৃহস্পতিবার ব্যাংক ভবনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও শ্রেষ্ঠ কেন্দ্র লিডার এবং ডেপুটি লিডারদের হাতে পুরস্কার তুলে দেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোনাল হেড মোঃ মতিয়ার রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, ব্যাংকের ম্যানেজার অপারেশন মোঃ সানাউল্লাহ, পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা তৌহিদুল আহাদ ও সাপাহার বণিক সমিতির সভাপতি মোঃ মতিউর রহমান।