সব

উপাচার্যকে হত্যার হুমকিতে ছাত্রজোটের বিক্ষোভ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 4th December 2015at 10:46 am
21 Views

26

শিক্ষা ডেস্ক ঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিনকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্রজোট। বুধবার বেলা ১২টার দিকে ছাত্র তাদের দলীয় টেন্ট থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টুকিটাকি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মিনহাজুল আবেদিন, রাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এর সাধারণ সম্পাদক তাসনুবা তাহরীন অন্তরা, রাবি শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাংগাঠনিক সম্পাদক সবুজ সেন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান শাসকগোষ্ঠী বিচারহীনতার সংস্কৃতির চর্চা করছে যার ফলে বিভিন্ন মৌলবাদী গোষ্ঠী উৎসাহিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় রাবি উপাচার্য হুমকির শিকার হয়েছেন। সরকার জঙ্গিবাদ নিয়ে এক ধরনের তালবাহানা করছে। ফলে সারাদেশে মানুষ আজ নিরাপত্তায়হীনতায় ভুগছে।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর সোমবার রাবি উপাচার্য সহ রাজশাহীর আট বিশিষ্টজনকে আনসার আল ইসলামের (আল-কায়দা ভারতীয় উপমহাদেশ এর শাখা) প্যাডে রাজশাহীর স্থানীয় দৈনিক সানশাইন পত্রিকা অফিসে পাঠানো হয়। ওই একই চিঠি ১ ডিসেম্বর মঙ্গলবার ডাকযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতরে পাঠানো হয়।


সর্বশেষ খবর