প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের বিক্ষোভ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার বিচার ও নবম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে’র একাংশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির নেতারা এই সমাবেশ করেন।
সমাবেশে নেতারা বিএফইউজের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার দ্রুত বিচারসহ নবম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানান। সেই সঙ্গে বর্তমানে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই দাবি করে অবিলম্বে বন্ধ সব মিডিয়া খুলে দেয়ার এবং আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান ও শওকত মাহমুদের মুক্তির দাবি জানান তারা।
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল্লাহ’র সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম এ আজিজ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, বিএফইউজে সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।