দাপটের সঙ্গে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা
খেলা ডেস্ক ঃ আইসিসি প্রমীলা টোয়েন্টি২০ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার বাছাইপর্বের সেমিফাইনালে জিম্বাবুয়েকে ৩১ রান হারিয়ে বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রমীলা ক্রিকেটাররা। সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ পায় জিম্বাবুয়েকে। খুব চেনা প্রতিপক্ষ। গেল মাসেই ঘরের মাঠে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করেছে টাইগ্রেসরা। সেমিফাইনালে তাদেরকে পেয়ে খানিকটা খুশিই হয় বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে ব্যাট করে খুব বেশি সুবিধা করতে পারেনি জাহানারা আলমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে। কিন্তু বল হাতে দারুণভাবে চেপে ধরে প্রতিপক্ষকে।
মাত্র ৫৮ রানে জিম্বাবুয়ের ইনিংসকে গুড়িয়ে দিয়ে ৩১ রানের জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। পাশাপাশি নিশ্চিত করেছে ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিটও। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেল বাংলাদেশের মেয়েরা। ৯০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল। নিয়মিত বিরতিতে তারা উইকেট হারাতে থাকে। ৪৪ রানের মধ্যেই তারা হারিয়ে বসে আট-আটটি উইকেট। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ৫৮ রান তুলতেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ের নারীরা। ৪টি উইকেট নিয়েছেন রুমানা আহমেদ। দুটি করে উইকেট নিয়েছেন শায়লা শারমিন ও ফাহিমা খাতুন। অন্য দুই উইকেট রান আউটে কাটা পড়ে।
এর আগে ব্যাংককের তারথাই ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পরে বাংলাদেশের মেয়েরা। ১০ রান তুলতেই তারা হারিয়ে বসে প্রথম সারির তিন ব্যাটসম্যানকে। আয়শা রহমান ৫ এবং শায়লা শারমিন ও রুমানা আহমেদ শূন্য রানে সাজঘরে ফেরেন। এরপর শারমিন আক্তার ও ফারজানা হক মিলে দলীয় স্কোরকে ৬১ রান পর্যন্ত টেনে নেন। ১৫.১ ওভারের মাথায় দলীয় ৬১ রানে আউট হয়ে যান শারমিন আক্তার (২২)। দলীয় ৮৬ রানে ফারাজানা হক ব্যক্তিগত ৪৩ রানে আউট হলে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। রিতু মনি ৯ ও জাহানারা আলম ২ রানে অপরাজিত থাকেন। বল হাতে জিম্বাবুয়ের জোসেফিনে এমকোমো ২টি উইকেট নেন। ১টি উইকেট নেন মাজভিশায়া। বাংলাদেশের অন্য দুটি উইকেট রান আউটে কাটা পড়ে।
এর আগে ব্যাংককের তারথাই ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পরে বাংলাদেশের মেয়েরা। ১০ রান তুলতেই তারা হারিয়ে বসে প্রথম সারির তিন ব্যাটসম্যানকে। আয়শা রহমান ৫ এবং শায়লা শারমিন ও রুমানা আহমেদ শূন্য রানে সাজঘরে ফেরেন। এরপর শারমিন আক্তার ও ফারজানা হক মিলে দলীয় স্কোরকে ৬১ রান পর্যন্ত টেনে নেন। ১৫.১ ওভারের মাথায় দলীয় ৬১ রানে আউট হয়ে যান শারমিন আক্তার (২২)। দলীয় ৮৬ রানে ফারাজানা হক ব্যক্তিগত ৪৩ রানে আউট হলে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। রিতু মনি ৯ ও জাহানারা আলম ২ রানে অপরাজিত থাকেন। বল হাতে জিম্বাবুয়ের জোসেফিনে এমকোমো ২টি উইকেট নেন। ১টি উইকেট নেন মাজভিশায়া। বাংলাদেশের অন্য দুটি উইকেট রান আউটে কাটা পড়ে।