সব

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বরিশালের জয়

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 4th December 2015at 10:58 am
FILED AS: খেলা
23 Views

29

খেলা ডেস্ক ঃ  জয় দিয়েই বিপিএলের চট্টগ্রাম-পর্ব শেষ করল বরিশাল বুলস। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে মাহমুদউল্লাহর দল। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রান করে রংপুর রাইডার্স। বৃষ্টির কারণে বরিশালের নতুন লক্ষ্য দাঁড়ায় ১৩ ওভারে ৭৫ রান। তবে ৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।

ষষ্ঠ ম্যাচে বরিশালের এটা পঞ্চম জয়। ১০ পয়েন্ট নিয়ে আপাতত তালিকার শীর্ষেও উঠে গেছে তারা। আর রংপুরের সাত ম্যাচে এটা তৃতীয় হার। ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। রংপুরের দেওয়া ১০৫ রানের লক্ষ্যে খেলতে নেমে বরিশালের শুরুটা ভালো হয়নি। এই আসরে রংপুরের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজের বলে এলবিডব্লিউ হন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এভিন লুইস (৪)। বরিশাল ৩.৩ ওভারে ১ উইকেটে ১৯ রান তোলার পরই চট্টগ্রামে বৃষ্টি নামে। বৃষ্টি থামলে বরিশালের নতুন লক্ষ্য দাঁড়ায় ১৩ ওভারে ৭৫ রান।

বৃষ্টির পর আরাফাত সানীর একটি বলে ছক্কা হাঁকিয়ে পরের বলেই ফিরে যান রনি তালুকদার। মোহাম্মদ নবীর হাতে ক্যাচ দেওয়ার আগে রনির ব্যাট থেকে আসে ২৩ রান। দলীয় ৪২ রানে মেহেদী মারুফও (৩) সাকিবের বলে মোহাম্মদ মিথুনকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এরপর চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহ ও নাদিফ চৌধুরীর ৩০ রানের জুটিতে জয়ের কাছাকাছি পৌঁছে যায় বরিশাল। জয় থেকে ৬ রান দূরে থাকতে নাদিফ (১৬) ফিরে গেলেও মাহমুদউল্লাহর ব্যাটে বাকি পথটুকু পাড়ি দেয় তারা। ১৮ বলে দুই চারের সাহায্যে ২৩ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ।

এর আগে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন বরিশাল অধিনায়ক মাহমুদউল্লাহ। আর ইনিংসের শুরুতেই রংপুর শিবিরে জোড়া আঘাত হানেন বরিশালের পেসার আল-আমিন হোসেন। ইনিংসের দ্বিতীয় ও তার প্রথম ওভারের প্রথম বলেই রায়াদ এমরিটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য সরকার (০)। আর শেষ বলে আউট হন সাকিব আল হাসান (১)। সাকিবের ক্যাচটি লুফে নেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এরপর আউট হন মোহাম্মদ মিথুন (২)। তার উইকেটটি নেন তাইজুল ইসলাম। দলীয় ৩৬ রানে রায়াদএমরিটের বলে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জহুরুল ইসলাম অমি (২৪)। মিসবাহর সঙ্গে দলকে টেনে নিচ্ছিলেন থিসারা পেরেরা। কিন্তু দলীয় ৫৪ রানে সেকুগি প্রসন্নর বলে মেহেদী মারুফের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন পেরেরা (৯)। দলীয় ৬৪ রানে মোহাম্মদ সামির বলে রনি তালুকদারের হাতে ক্যাচ দিয়ে আউট হন মিসবাহ-উল-হক (২২)। ৬৫ রানের মাথায় সামির ওভারের চতুর্থ বলে আউট হন মোহাম্মদ নবী (৫)। তার ক্যাচটি নেন মেহেদী মারুফ। ৮৮ রানের মাথায় এমরিটের বলে বোল্ড হয়ে যান আল-আমিন (১৭)। ৯৯ রানে ওয়াহাব রিয়াজের উইকেটটি নেন আল-আমিন হোসেন। ৫ ম্যাচের চারটিতে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বরিশাল। অন্যদিকে ৬ ম্যাচের ৪টিতে জিতে তৃতীয় স্থানে রয়েছে রংপুর। আজ সাকিবের দলে যোগ দিয়েছেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ।


সর্বশেষ খবর