ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ২
জেলা ডেস্ক ঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় রানা (২২) ও সাকিরুল (২০) নামে ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কলেজ ছাত্রলীগ নেতা হাবিব ও রানা গ্রুপের মধ্যে কলেজ ছুটির বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এ সংঘর্ষ হয়। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, কলেজ ছুটির পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের মাঝে এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।