বাংলাদেশী জাহাজে নজরদারি করতে চায় ভারত
আন্তর্জাতিক ডেস্ক ঃ আরেকটি মুম্বাই হামলা (২৬/১১ হামলা) প্রতিরোধ করতে হলে বাংলাদেশ থেকে ছেড়ে আসা কার্গো জাহাজের গতিবিধির ওপর নজরদারি করা দরকার বলে মন্তব্য করেছেন ভারতের নৌবাহিনীর ন্যাভাল অফিসার ইন চার্জ (পশ্চিম বঙ্গ) কমোডোর রবি আহলুওয়ালিয়া। “Surveillance of Bangladeshi ship movement necessary to prevent another 26/11: Navy”-শীরোনামে ভারতের প্রভাবশালী ইংরেজী দৈনিক ‘দ্য হিন্দু’-তে প্রকাশিত এক প্রতিবেদনে আজ এ তথ্য জানানো হয়।
সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে আহলুওয়ালিয়া বৃহস্পতিবার বলেন, মুম্বাই হামলার মতো ঘটনা ঠেকাতে কড়া নজরদারি কাঠামো প্রয়োজন। একটি সাম্প্রতিক চুক্তি অনুযায়ী, রিভার সি ভেসেল (আরএসভি) ক্যাটাগরির জাহাজ বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচল করে। ওই জাহাজে ট্রান্সপোন্ডার থাকে না। বাংলাদেশী জাহাজে এ ধরণের নজরদারিমূলক ব্যবস্থা রাখা হবে বলে তিনি কতটা আশাবাদী, এমন প্রশ্নের জবাবে ভারতের নৌবাহিনীর ন্যাভাল অফিসার আরো বলেন, নৌ স্বার্থ সুরক্ষার জন্যই সুন্দরবন সংলগ্ন এলাকা দিয়ে চলাচলকারী বাংলাদেশী জাহাজে এ ব্যবস্থা থাকতে হবে।
তিনি বলেন, ট্রান্সপোন্ডার স্থাপন করাটা প্রয়োজনীয় একটি বিষয়। এ দাবি মেনেও নেয়া হয়েছে, এটি অবশ্যই ঘটবে। নৌ স্বার্থ সুরক্ষার জন্য জাহাজে ট্রান্সপোন্ডার থাকতেই হবে। অন্যথায় আপনি মুম্বাই হামলার মত আরেকটি হামলা প্রত্যক্ষ করবেন আবারও। উল্লেখ্য, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইয়েবা ২০০৮ সালের ২৬ নভেম্বর উপকূলবর্তী নৌ-রুট ব্যবহার করে মুম্বাই প্রবেশ করে এবং হামলা চালায়। ২৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত একটানা চারদিন ধরে চালানো ওই জঙ্গি হামলায় ১৬৪ ব্যক্তি নিহত হন এবং আহত হন আরো অন্তত ৩০৮জন। তবে, পাকিস্তানি লস্কর-ই-তইয়েবার সাথে বাংলাদেশকে জড়ানো মতো কোন কারণ আছে কীনা সে বিষয়ে বিস্তারিত কিছু না বলে প্রতিবেদনে বলা হয়, ভারতের হুগলিতে এমন বেশ কিছু বাংলাদেশী জাহাজ দেখা যায় যেগুলো হেমনগর চেকপয়েন্ট দিয়ে প্রবেশ করে উজান বেয়ে ওই শহরে পৌছেছে।
ভারতের নৌবাহিনীর ন্যাভাল অফিসার ইন চার্জ (পশ্চিম বঙ্গ) কমোডোর রবি আহলুওয়ালিয়া সম্প্রতি ভারতের “গার্ডেন রিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে” কর্মরত পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই (suspected Inter Services Intelligence- ISI)-এর এজেন্ট আটকের ঘটনা উল্লেখ করে বলেন, তার কাছে পাওয়া তথ্য-উপাত্তের বাইরে আরো অনেক কিছু রয়েছে। তাই বিষয়টিকে হালকা করে দেখার কোন সুযোগ নেই।