সব

পৌরনির্বাচন সুষ্ঠু হলে ৮০ ভাগ ভোট পাবে বিএনপি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 4th December 2015at 3:22 pm
24 Views

34

 

 

স্টাফ রিপোর্টার ঃ আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি ৮০ ভাগ ভোট পাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ (শুক্রবার) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিতে এসে এ মন্তব্য করেন তিনি। গয়েশ্বর বলেন, নির্বাচন কমিশন সেভাবে ভূমিকা রাখছে না। ভোটাররা সুষ্ঠু পরিবেশ এবং নিরাপদে কেন্দ্রে যেতে পারলে বিএনপি ৮০ ভাগ ভোট পাবে।

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের গয়েশ্বর বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ই ক্ষমতাসীন দলের দৌরাত্ম দেখা গেছে। দিন গড়ানোর সঙ্গে এটি আরো বাড়বে। এ সময় মুক্তিযুদ্ধের প্রজন্ম’র সভাপতি শ্যামা ওবায়েদের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানসহ প্রজন্ম’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর