মুসলমানবিদ্বেষী বক্তব্যে বিরক্ত ওবামা
আন্তর্জাতিক ডেস্ক ঃ ক্যালিফোর্নিয়া সন্দেহভাজন মুসলমান দম্পত্তির হামলার ঘটনার পর মুসলমানদের বিরুদ্ধে ‘রাজনৈতিক উদ্দেশে’ বিভিন্ন নেতার দেওয়া বক্তব্যে মহাবিরক্ত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার প্রেসিডেন্টের মুখপাত্র ও হোয়াইট হাউজের প্রেস সচিব জস আর্নেস্ট এ তথ্য জানিয়েছেন। বুধবার ক্যালিফোর্নিয়ার সান বারনারদিনো কাউন্টির একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা চালান যুক্তরাষ্ট্রের নাগরিক ফারুক ও তার পাকিস্তানি স্ত্রী তাশফিন মালিক। এতে ১৪ জন নিহত হয়। আহত হয় আরো ২১ জন। এ ঘটনার পর রিপাবলিকানসহ ডানপন্থি দলগুলির নেতারা মুসলমান বিদ্বেষী বক্তব্য দিয়েছেন। জস আর্নেস্ট বলেন, ‘আমরা দেখেছি মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিতভাবে অনেক নেতা বক্তব্য দিচ্ছেন, যাতে প্রেসিডেন্ট বিরক্ত হয়েছেন। আমার মনে হয়, বেশ জোরের সঙ্গেই গত কয়েক সপ্তাহে প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে কথা বলেছেন।’