সব

মুসলমানবিদ্বেষী বক্তব্যে বিরক্ত ওবামা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 5th December 2015at 10:29 pm
14 Views

19আন্তর্জাতিক ডেস্ক ঃ ক্যালিফোর্নিয়া সন্দেহভাজন মুসলমান দম্পত্তির হামলার ঘটনার পর মুসলমানদের বিরুদ্ধে ‘রাজনৈতিক উদ্দেশে’ বিভিন্ন নেতার দেওয়া বক্তব্যে মহাবিরক্ত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার প্রেসিডেন্টের মুখপাত্র ও হোয়াইট হাউজের প্রেস সচিব জস আর্নেস্ট এ তথ্য জানিয়েছেন। বুধবার ক্যালিফোর্নিয়ার সান বারনারদিনো কাউন্টির একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা চালান যুক্তরাষ্ট্রের নাগরিক ফারুক ও তার পাকিস্তানি স্ত্রী তাশফিন মালিক। এতে ১৪ জন নিহত হয়। আহত হয় আরো ২১ জন। এ ঘটনার পর রিপাবলিকানসহ ডানপন্থি দলগুলির নেতারা মুসলমান বিদ্বেষী বক্তব্য দিয়েছেন। জস আর্নেস্ট বলেন, ‘আমরা দেখেছি মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিতভাবে অনেক নেতা বক্তব্য দিচ্ছেন, যাতে প্রেসিডেন্ট বিরক্ত হয়েছেন। আমার মনে হয়, বেশ জোরের সঙ্গেই গত কয়েক সপ্তাহে প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে কথা বলেছেন।’

হোয়াইট হাউজের এই মুখপাত্র বলেন, ‘একই সঙ্গে আমার মনে হয়, প্রেসিডেন্ট বিশ্বাস করেন সিংহভাগ আমেরিকান জনগণই বুঝতে পারছে ধর্মবিশ্বাসের কারণে লোকজন সহিংসতার শিকার হচ্ছে না।’ ক্যালিফোর্নিয়ার ঘটনার পর মুসলমানদের ওপর হামলা হতে পারে শঙ্কা প্রকাশ করে এ বিষয়ক একটি প্রশ্ন করা হলে তার জবাবে আর্নেস্ট এসব কথা বলেন। তিনি বলেন, ‘কোনো সুনির্দিষ্ট হুমকির পরিপ্রেক্ষিতে যদি কোনো মসজিদ সুরক্ষায় সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হয়, সেক্ষেত্রে আমি পুরোপুরি আত্মবিশ্বাসী যে, স্থানীয় আইনশৃঙ্খলাবাহিনী সেই চেষ্টা করতে প্রতিশ্রুতিবদ্ধ। যদি তাদের কেন্দ্রীয় সরকারের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমি নিশ্চিত তাও তারা পাবে।’ আর্নেস্ট বলেন, ‘যুক্তরাষ্ট্রের লড়াই আল-কায়েদা, আইএস অন্যান্য সন্ত্রাসীগোষ্ঠীর সঙ্গে। তবে আমরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছি না। আমরা বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছি না।’

সর্বশেষ খবর